পাদটীকা
a একজন নম্র ব্যক্তি করুণা ও সমবেদনা দেখান। তাই, আমরা উপযুক্তভাবেই বলতে পারি, যিহোবা হলেন একজন নম্র ব্যক্তি। এই প্রবন্ধে দেখানো হবে যে, আমরা যিহোবার উদাহরণ থেকে নম্রতা সম্বন্ধে শিক্ষা লাভ করতে পারি। এ ছাড়া, আমরা পরীক্ষা করে দেখব যে, বিনয়ী মনোভাব দেখানোর ক্ষেত্রে রাজা শৌল, ভাববাদী দানিয়েল ও যিশু খ্রিস্টের উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি।