পাদটীকা
b ছবি সম্বন্ধে: মণ্ডলীর টেরিটরি সংক্রান্ত কার্যভার কীভাবে পালন করতে হয়, সেই বিষয়ে একজন প্রাচীন ভাই একজন যুবক ভাইকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সময় করে নিচ্ছেন। পরবর্তী সময়ে, সেই প্রাচীন ভাই সেই যুবক ভাইয়ের কার্যভারে হস্তক্ষেপ করছেন না। এর পরিবর্তে, তাকে নিজে থেকে কার্যভার সম্পাদন করার জন্য সুযোগ দিচ্ছেন।