পাদটীকা
c ছবি সম্বন্ধে: একজন বোন একটা বিবাহের অনুষ্ঠানে যাওয়ার নিমন্ত্রণ পত্র পেয়েছেন, যেটা একটা গির্জায় অনুষ্ঠিত হবে। তিনি একজন প্রাচীন ভাইকে জিজ্ঞেস করছেন যে, তার সেখানে যাওয়া উচিত হবে কি না। সেই প্রাচীন ভাই নিজের মতামত জানানোর পরিবর্তে বাইবেলের কিছু নীতি নিয়ে তার সঙ্গে বিবেচনা করছেন।