পাদটীকা
a যিহোবা হলেন একজন প্রেমময়, বিজ্ঞ ও ধৈর্যশীল পিতা। তিনি যেভাবে সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং মৃত ব্যক্তিদের পুনরুত্থিত করার বিষয়ে তিনি যে-ব্যবস্থা করেছেন, সেটার মধ্যে আমরা তাঁর এই গুণগুলো দেখতে পাই। এই প্রবন্ধে পুনরুত্থান সম্বন্ধে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, যেগুলোর উত্তর হয়তো আমরা জানতে চাই। এ ছাড়া, এই প্রবন্ধে এই বিষয়টার উপর জোর দেওয়া হবে যে, যিহোবা যেভাবে প্রেম, প্রজ্ঞা ও ধৈর্য প্রদর্শন করেছেন, কীভাবে আমরা সেটার প্রতি উপলব্ধি দেখাতে পারি।