পাদটীকা
c ছবি সম্বন্ধে: একজন ভাই তার কাজের জায়গায় মালিককে বলছেন যে, তিনি সপ্তাহের কিছু কিছু দিনে ওভারটাইম করতে পারবেন না। তিনি ব্যাখ্যা করে বলছেন যে, সেই দিনগুলোয় কাজের শেষে তিনি যিহোবার উপাসনা করার জন্য সময় আলাদা করে রেখেছেন। তবে, অন্যান্য সময়ে কোনো জরুরি কাজে যদি তার প্রয়োজন হয়, তা হলে তিনি ওভারটাইম করতে চান।