পাদটীকা
b ছবি সম্বন্ধে: একজন যুবক ভাই তার চেয়ে বেশি বয়সি আরেকজন ভাইকে (ডান দিকে) যখন বলছেন যে, ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে নিজের প্রতি কী ঘটেছে, তখন ভাই মন দিয়ে যুবক ভাইয়ের কথা শুনছেন। ভাই এটা বোঝার চেষ্টা করছেন যে, যুবক ভাইকে কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন আছে কি না।