পাদটীকা
a কখনো কখনো অতীতের কথাগুলো নিয়ে চিন্তা করা ভালো। কিন্তু, অতিরিক্ত চিন্তা করলে আমরা হয়তো বর্তমানে যিহোবার সেবায় নিজেদের সর্বোত্তমটা করতে পারব না অথবা পরমদেশ সম্বন্ধে যিহোবার অপূর্ব প্রতিজ্ঞার বিষয়ে চিন্তা করা বন্ধ করে দেব। এই প্রবন্ধে তিনটে ফাঁদ নিয়ে আলোচনা করা হবে, যেগুলো হয়তো আমাদের অতীতকে ধরে রাখতে পরিচালিত করতে পারে। আমরা বাইবেলের বিভিন্ন নীতি এবং আধুনিক দিনের কিছু উদাহরণ নিয়ে বিবেচনা করব, যেগুলো আমাদের এই ফাঁদগুলো এড়িয়ে চলার জন্য সাহায্য করতে পারে।