পাদটীকা
a এই প্রবন্ধে আমরা ১ করিন্থীয় ১৫ অধ্যায় নিয়ে আমাদের আলোচনা শেষ করব, যেখানে পৌল পুনরুত্থান সম্বন্ধে, বিশেষভাবে অভিষিক্ত খ্রিস্টানদের পুনরুত্থান সম্বন্ধে আলোচনা করেছেন। তবে, পৌল যা লিখেছিলেন, তা আরও মেষের জন্যও গুরুত্বপূর্ণ। এই প্রবন্ধে তুলে ধরা হবে, কীভাবে পুনরুত্থানের প্রত্যাশার দ্বারা এখন আমাদের জীবন প্রভাবিত হওয়া উচিত এবং কীভাবে এই প্রত্যাশা আমাদের এক সুখী জীবন লাভ করতে সাহায্য করে।