পাদটীকা
a যোষেফ, নয়মী ও রূৎ, একজন লেবীয় এবং প্রেরিত পিতর এমন পরীক্ষাগুলো ভোগ করেছিলেন, যেগুলোর কারণে তারা নিরুৎসাহিত হয়ে পড়েছিলেন। এই প্রবন্ধে আমরা দেখব যে, কীভাবে যিহোবা তাদের সান্ত্বনা দিয়েছিলেন এবং তাদের শক্তিশালী করেছিলেন। এ ছাড়া, আমরা বিবেচনা করব যে, তাদের উদাহরণ থেকে এবং সেইসঙ্গে ঈশ্বর তাদের প্রতি যেভাবে সমবেদনা দেখিয়েছিলেন, তা থেকে আমরা কী শিখতে পারি।