পাদটীকা
a যিশু বলেছিলেন, তাঁর শিষ্যদের নিজেদের মধ্যে থাকা ভালোবাসার দ্বারা চেনা যাবে। আমরা সবাই সেই চাহিদা পূরণ করার চেষ্টা করি। আমরা কোমল স্নেহ অর্থাৎ যে-ধরনের ভালোবাসা পরিবারের ঘনিষ্ঠ সদস্যেরা একে অন্যের প্রতি দেখিয়ে থাকে, তা গড়ে তোলার মাধ্যমে ভাই-বোনদের প্রতি আমাদের ভালোবাসা আরও গভীর করতে পারি। এই প্রবন্ধ আমাদের বিশ্বাসী ভাই-বোনদের প্রতি কোমল স্নেহ গড়ে তোলার এবং তা বজায় রাখার জন্য সাহায্য করবে।