পাদটীকা
a একজন পুরুষ যখন বিয়ে করেন, তখন তিনি এক নতুন পরিবারের মস্তক হয়ে ওঠেন। এই প্রবন্ধে আমরা আলোচনা করব, মস্তকপদ কী, কেন যিহোবা মস্তকপদের ব্যবস্থা করেছেন এবং যিহোবা ও যিশুর দ্বারা স্থাপিত উদাহরণ থেকে পুরুষেরা কী শিখতে পারে। পরবর্তী প্রবন্ধে আমরা বিবেচনা করব, যিশু এবং বাইবেলের অন্যান্য উদাহরণ থেকে একজন স্বামী এবং একজন স্ত্রী কী শিখতে পারেন। আর শেষ প্রবন্ধে আমরা পরীক্ষা করে দেখব, মণ্ডলীতে ভাইদের কীভাবে মস্তকপদ ব্যবহার করা উচিত।