পাদটীকা
a এই প্রবন্ধে আমরা দেখব যে, কীভাবে যিহোবার প্রতি ভালোবাসা, ভাই-বোনদের প্রতি ভালোবাসা আর এমনকী শত্রুদের প্রতি ভালোবাসা আমাদের জগতের কাছ থেকে আসা ঘৃণা সহ্য করতে এবং যিহোবার সেবা চালিয়ে যেতে সাহায্য করতে পারে। এ ছাড়া, আমরা এও দেখব, কেন যিশু এই কথা বলেছিলেন, আমাদের ঘৃণা করা হলে আমরা সুখী হতে পারি।