পাদটীকা
a আগের প্রবন্ধে চারটে কারণ নিয়ে আলোচনা করা হয়েছিল, কেন অতীতে লোকেরা যিশুকে প্রত্যাখ্যান করেছিল আর কেন আজকে লোকেরা তাঁর অনুসারীদের কথা শুনতে প্রত্যাখ্যান করে। এই প্রবন্ধে আমরা আরও চারটে কারণ নিয়ে আলোচনা করব। এ ছাড়া, আমরা এও আলোচনা করব, যারা যিহোবাকে ভালোবাসে, কেন তারা তাঁর সেবা করার ক্ষেত্রে কোনো কিছুকে বাধা হতে দেয় না।