পাদটীকা
a শয়তান খুবই ধূর্ত। সে এক শিকারির মতো আমাদের ফাঁদে ফেলার জন্য প্রচেষ্টা করে থাকে, তা আমরা যত বছর ধরেই যিহোবার সেবা করি না কেন। এই প্রবন্ধে আমরা শয়তানের দুটো ফাঁদের বিষয় আলোচনা করব, যেগুলো ব্যবহার করে সে যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক ভেঙে ফেলার প্রচেষ্টা করে থাকে। সেগুলো হল: গর্ব ও লোভ। এ ছাড়া, আমরা কিছু লোকের উদাহরণ নিয়ে বিবেচনা করব, যারা শয়তানের সেই ফাঁদে পড়েছে। আমরা এও দেখব যে, আমরা কী করতে পারি, যাতে আমরা শয়তানের ফাঁদে না পড়ি।