পাদটীকা
c ছবি সম্বন্ধে বর্ণনা: বাইবেল অধ্যয়ন করার ফলে একজন ব্যক্তির জীবন পালটে যায়: একেবারে শুরুতে, তিনি যিহোবা সম্বন্ধে কিছুই জানতেন না আর তার জীবনে কোনো উদ্দেশ্য ছিল না। পরে, সাক্ষিরা তার সঙ্গে দেখা করেন এবং তিনি বাইবেল অধ্যয়ন করতে শুরু করেন। কিছু সময় পর, তিনি নিজের জীবন উৎসর্গ করেন এবং বাপ্তিস্ম নেন। এরপর, তিনিও শিষ্য তৈরির কাজে অংশ নিচ্ছেন আর নতুন জগতে গিয়ে তারা সবাই আনন্দের সঙ্গে জীবন উপভোগ করছেন।