পাদটীকা
a আমরা যিহোবাকে অনেক ভালোবাসি। তাই, আমরা তাঁর সেবায় অনেক কিছু করতে চাই। আমরা হয়তো লক্ষ্য স্থাপন করেছি, আমরা আরও বেশি প্রচার কাজ করব কিংবা মণ্ডলীতে আরও দায়িত্ব পাওয়ার চেষ্টা করব। কিন্তু, পরিশ্রম করার পরও আমরা হয়তো আমাদের লক্ষ্য অর্জন করতে পারি না। এইরকম ক্ষেত্রে আমরা কী করতে পারি, যাতে আমরা আমাদের আনন্দ বজায় রাখতে ও যিহোবার সেবা চালিয়ে যেতে পারি? যিশু তালন্তের যে-দৃষ্টান্ত দিয়েছিলেন, সেখান থেকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পাব।