d যে-ভাইদের বাপ্তিস্ম নেওয়া হয়ে গিয়েছে, তাদের উৎসাহিত করা হয়ে থাকে, তারা যেন একজন পরিচারক দাস ও প্রাচীন হওয়ার লক্ষ্য স্থাপন করে। এরজন্য কোন যোগ্যতাগুলোর প্রয়োজন রয়েছে, তা জানার জন্য তারা যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত বইয়ের ৫ ও ৬ অধ্যায় পড়তে পারে।