পাদটীকা
a যিহোবা হলেন মঙ্গলভাবের উৎস। তিনি সমস্ত লোককে উত্তম বিষয়গুলো প্রদান করে থাকেন, এমনকী দুষ্ট ব্যক্তিদেরও। কিন্তু, বিশেষ করে তিনি তাঁর নিজের লোকদের প্রতি মঙ্গলভাব প্রকাশ করে থাকেন। এই প্রবন্ধে আমরা আলোচনা করব, যিহোবা তাঁর উপাসকদের কোন কোন উত্তম বিষয় প্রদান করে থাকেন। এ ছাড়া, আমরা এও জানব, যারা যিহোবার সেবায় আরও বেশি করার জন্য প্রচেষ্টা করে থাকে, তাদের যিহোবা কোন কোন আশীর্বাদ দিয়ে থাকেন।