পাদটীকা
a প্রকৃত অনুতপ্ত হওয়ার জন্য শুধু আপশোস করাই যথেষ্ট নয়। আমরা রাজা আহাব ও মনঃশির উদাহরণ আর সেইসঙ্গে হারানো ছেলের দৃষ্টান্ত থেকে শিখব যে, প্রকৃত অনুতপ্ত হওয়ার অর্থ কী। আমরা এও জানব, যখন একজন ব্যক্তি গুরুতর পাপ করেন, তখন প্রাচীনেরা কীভাবে জানতে পারেন যে, সেই ব্যক্তি নিজের ভুলের জন্য প্রকৃত অনুতপ্ত কি না।