পাদটীকা
a আমরা সবাই চাই যেন এই দুষ্ট জগৎ শীঘ্র ধ্বংস হয়ে যায়। কিন্তু, ভবিষ্যতে পরীক্ষাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য আমাদের বিশ্বাস কি যথেষ্ট দৃঢ় রয়েছে? এই প্রবন্ধে আমরা কিছু ভাই-বোনের উদাহরণ লক্ষ করব আর তাদের কাছ থেকে শিখব, কীভাবে আমরা আমাদের বিশ্বাস শক্তিশালী করতে পারি।