পাদটীকা
d ছবি সম্বন্ধে বর্ণনা: যারা মুক্তির মূল্যের উপর বিশ্বাস করে এবং যিহোবার উপাসনা করে, তাদের যিহোবা বিশেষভাবে যত্ন নেন। তিনি তাদের প্রতি কেবল প্রেম দেখান না, কিন্তু সেইসঙ্গে অটল প্রেমও দেখান। ছোটো ছবিগুলোতে দেখানো হয়েছে যে, কোন কোন উপায়ে তিনি তা দেখিয়ে থাকেন।