পাদটীকা
a অন্যদের পরামর্শ দেওয়া সবসময় সহজ হয় না। কিন্তু, আমাদের যদি পরামর্শ দিতে হয়, তা হলে কীভাবে তা দিতে পারি, যাতে অন্যেরা উৎসাহিত হয় এবং উপকার লাভ করে? এই প্রবন্ধ বিশেষ করে প্রাচীনদের সাহায্য করবে যেন তারা এমনভাবে পরামর্শ দেন, যাতে ভাই-বোনেরা তা শোনে এবং মেনে চলে।