পাদটীকা
a যিহোবা মানুষকে এক বিশেষ ক্ষমতা দিয়েছেন, সেটা হল কথা বলার ক্ষমতা। তবে দুঃখের বিষয় হল, অনেক লোক এই ক্ষমতার অপব্যবহার করছে আর তাদের কথাবার্তা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এইরকম ক্ষেত্রে আমরা কী করতে পারি, যাতে আমাদের কথাবার্তা ভালো থাকে আর অন্যেরা এর দ্বারা শক্তি লাভ করে? আমরা যখন প্রচার করি, সভাগুলোতে থাকি এবং অন্যদের সঙ্গে কথা বলি, তখন কীভাবে আমরা আমাদের কথাবার্তার মাধ্যমে যিহোবাকে খুশি করতে পারি? এই প্রবন্ধে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব।