পাদটীকা
a আমরা এক রোমাঞ্চকর সময়ে বাস করছি! আজ প্রকাশিত বাক্য বইয়ে লেখা অনেক ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ হচ্ছে। এই প্রবন্ধে এবং পরের দুটো প্রবন্ধে আমরা প্রকাশিত বাক্য থেকে বিশেষ কিছু কথার বিষয়ে জানব। আমরা যখন সেই কথাগুলো মনে রেখে যিহোবার উপাসনা করব, তখন তিনি আমাদের উপর খুশি হবেন।