পাদটীকা
c প্রথম হিংস্র পশু এবং সেটার মূর্তির মধ্যে আরেকটা পার্থক্য আছে। মূর্তির শিংগুলোতে কোনো “মুকুট” নেই। (প্রকা. ১৩:১) কেন? কারণ এটা কোনো সরকার নয় বরং এটা ‘সাতটা [বিশ্বশক্তির] মধ্য থেকে এসেছে।’—jw.org ওয়েবসাইটে “প্রকাশিত বাক্য ১৭ অধ্যায়ে বলা গাঢ় লাল রঙের পশু কাকে চিত্রিত করে?” শিরোনামের অনলাইন প্রবন্ধটা ইংরেজি ভাষায় দেখুন।