পাদটীকা
e ছবি সম্বন্ধে বর্ণনা: জন তার কাজের জায়গায় ওভারটাইম করছেন। যখনই তার বস তাকে ওভারটাইম করতে বলেন, তখনই তাকে খুশি করার জন্য জন ওভারটাইম করেন। টম একজন পরিচারক দাস আর তিনি সেই একই দিনের সন্ধ্যা বেলায় একজন প্রাচীনের সঙ্গে পালকীয় সাক্ষাৎ করতে এসেছেন। টম আগে থেকে তার বসকে বলে রেখেছেন যে, সপ্তাহের কয়েক দিন সন্ধ্যা বেলায় তার সভা থাকে এবং তাকে অন্যান্য দায়িত্ব পালন করতে হয়। তাই, তিনি সেইসময় কাজ করতে পারবেন না।