পাদটীকা
a যিহোবা আমাদের এক অপূর্ব প্রত্যাশা দিয়েছেন। এই প্রত্যাশার উপর মনোযোগ দিলে আমরা উৎসাহিত হই এবং আমাদের কষ্টের বিষয়ে অতিরিক্ত চিন্তা করে উদ্বিগ্ন হই না। এটা থেকে আমরা সাহস লাভ করি এবং সমস্যা থাকা সত্ত্বেও যিহোবার প্রতি বিশ্বস্ত থাকি। এই প্রত্যাশা আমাদের চিন্তাভাবনাকেও রক্ষা করে। এ ছাড়া, যিহোবার কাছ থেকে দূরে নিয়ে যেতে পারে এমন কোনো চিন্তা এলে, সেটা আমরা আটকাতে পারি। এই প্রবন্ধে আমরা এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব আর দেখব যে, কীভাবে আমরা আমাদের প্রত্যাশাকে দৃঢ় করতে পারি।