পাদটীকা
c ছবি সম্বন্ধে বর্ণনা: যেভাবে একটা হেলমেট সৈনিকের মাথা রক্ষা করে আর একটা নোঙর জাহাজকে স্থির থাকতে সাহায্য করে, ঠিক একইভাবে আমাদের প্রত্যাশা আমাদের চিন্তাভাবনাকে সুরক্ষিত রাখে এবং পরীক্ষার মুখোমুখি হলে আমাদের স্থির থাকতে সাহায্য করে। একজন বোন যিহোবার কাছে প্রার্থনা করছেন এবং তিনি নিশ্চিত, যিহোবা তার প্রার্থনা শুনছেন। একজন ভাই এই বিষয়ে চিন্তা করছেন যে, যিহোবা কীভাবে অব্রাহামের কাছে করা তাঁর প্রতিজ্ঞা পূরণ করেছিলেন। আরেকজন ভাই চিন্তা করছেন, যিহোবা তার জন্য কী কী করেছেন এবং তাকে কত আশীর্বাদ করেছেন।