পাদটীকা
b এই অভিব্যক্তির অর্থ: “রূপক পরমদেশ” হল পরমদেশের মতো এমন এক পরিবেশ, যেখানে যিহোবার লোকেরা সুরক্ষিত থাকে এবং একসঙ্গে তাঁর উপাসনা করে থাকে। এই রূপক পরমদেশে ‘খাদ্যের’ কোনো অভাব নেই। আজ আমাদের কাছে অনেক প্রকাশনা আছে, যেগুলোতে বাইবেলের সত্যগুলো লেখা আছে এবং মিথ্যা ধর্মের কোনো কথাই লেখা নেই। আমাদের কাছে এমন কাজ রয়েছে, যা করে আমরা আনন্দ পাই। আমরা ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করি। এই পরমদেশে যারা বাস করে, যিহোবার সঙ্গে তাদের এক ভালো সম্পর্ক আছে এবং তাদের মধ্যে শান্তি রয়েছে। প্রত্যেকে একে অন্যকে সাহায্য করে থাকে, যাতে সমস্যা এলেও তারা ধৈর্য ধরতে পারে এবং আনন্দে থাকতে পারে। কিন্তু, কারা এই রূপক পরমদেশে বাস করতে পারে? যারা সঠিক উপায়ে যিহোবার উপাসনা করে এবং তাঁর মতো হওয়ার চেষ্টা করে, তারাই এখানে থাকতে পারে।