পাদটীকা
a অনেকসময় মণ্ডলী কিংবা সংগঠনে এমন কিছু পরিস্থিতি দেখা দিতে পারে, যেটার কারণে যিহোবা এবং তাঁর সংগঠনের প্রতি অনুগত থাকা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে। এই প্রবন্ধে আমরা এমনই তিনটে পরিস্থিতির উপর মনোযোগ দেব আর জানতে পারব যে, এইরকম সময়ে আমরা যিহোবা এবং তাঁর সংগঠনের প্রতি কীভাবে অনুগত থাকতে পারি।