পাদটীকা
d মোশির ব্যবস্থা অনুযায়ী যদি পরিবারের মস্তক কোনো পশুর মাংস খাওয়ার জন্য সেটাকে মারত, তা হলে তাকে সেই পশুকে পবিত্র স্থানে নিয়ে যেতে হত। কিন্তু, যদি কারো বাড়ি পবিত্র স্থান থেকে অনেক দূরে হত, তা হলে সেই পশুকে পবিত্র স্থানে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না।—দ্বিতীয়. ১২:২১.