পাদটীকা
a ২০২৩ সালের বার্ষিক শাস্ত্রপদ পড়ার ফলে আমাদের এই আস্থা বৃদ্ধি পাবে যে, বাইবেল হল ঈশ্বরের বাক্য। এটা গীতসংহিতা ১১৯:১৬০ পদ থেকে নেওয়া হয়েছে, যেখানে লেখা আছে, “তোমার বাক্যের সমষ্টি সত্য।” এর মানে হল, ঈশ্বরের বাক্যে লেখা প্রতিটা কথা সত্য। আপনিও নিশ্চয়ই তা বিশ্বাস করেন। কিন্তু, আজ অনেক লোকের পক্ষে বাইবেল এবং সেটিতে লেখা কথাগুলোর উপর আস্থা রাখাকে কঠিন বলে মনে হয়। এই প্রবন্ধে আমরা এমন তিনটে বিষয়ের উপর মনোযোগ দেব, যেগুলো আমরা অন্যদের বলতে পারি, যাতে তারাও নিশ্চিত হয় যে, বাইবেলের উপর আস্থা রাখা যায় এবং এটিতে দেওয়া পরামর্শ মেনে চললে উপকার পাওয়া যায়।