পাদটীকা
b ছবি সম্বন্ধে বর্ণনা: (উপরে) এক স্বামী-স্ত্রী নিউজ দেখছেন। সেই নিউজ দেখে তারা যে-অনুমান করেছেন, সেই বিষয় নিয়ে তারা সভার পরে অন্য ভাই-বোনদের সঙ্গে কথা বলছেন। (নীচে) এক স্বামী-স্ত্রী পরিচালকগোষ্ঠীর আপডেট দেখছেন, যাতে তারা বাইবেলের বিভিন্ন ভবিষ্যদ্বাণীর বিষয়ে সাম্প্রতিক তথ্যগুলো সম্বন্ধে জানতে পারেন। আর তারা বিশ্বস্ত দাসের মাধ্যমে তৈরি প্রকাশনা অন্যদের দিচ্ছেন।