পাদটীকা
a যিহোবা যা-কিছু সৃষ্টি করেছেন, সেগুলো খুবই অসাধারণ। তাঁর সৃষ্টি দেখে আমরা অবাক হয়ে যাই, তা বিশাল শক্তিতে পরিপূর্ণ সূর্য কিংবা ছোট্ট বা কোমল একটা ফুলের কুঁড়ি যা-ই হোক না কেন। যিহোবার সৃষ্টি দেখে আমরা এও জানতে পারি, তিনি কেমন ঈশ্বর এবং তাঁর মধ্যে কোন গুণাবলি রয়েছে। এই প্রবন্ধে আমরা জানতে পারব, কেন আমাদের সময় বের করে সৃষ্টি মনোযোগ সহকারে দেখা উচিত আর এমনটা করার মাধ্যমে আমরা কীভাবে তাঁর আরও নিকটবর্তী হতে পারি।