পাদটীকা
a যিশু এক প্রচণ্ড ঝড়কে শান্ত করেছিলেন, অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেছিলেন এবং মৃত ব্যক্তিদের পুনরুত্থিত করেছিলেন। আমরা যখন তাঁর এই অলৌকিক কাজগুলোর বিষয়ে পড়ি, তখন আমরা অবাক হয়ে যাই। তবে, বাইবেলে সেগুলোর বিষয়ে শুধুমাত্র এইজন্য লেখা হয়নি, যেন তা পড়ে আমরা আনন্দ পাই বরং আমরা যেন তা থেকে অনেক কিছু শিখতে পারি। এই প্রবন্ধে আমরা যিশুর কিছু অলৌকিক কাজের বিষয়ে আলোচনা করব। আমরা জানতে পারব, সেগুলো থেকে আমরা যিহোবা ও যিশু সম্বন্ধে কী শিখতে পারি, যেটার ফলে আমাদের বিশ্বাস শক্তিশালী হবে। সেই অলৌকিক কাজগুলো থেকে আমরা এমন কিছু গুণের বিষয়েও জানতে পারব, যেগুলো আমাদের নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে।