পাদটীকা
b বাইবেলের একজন পণ্ডিত ব্যক্তি বলেন: “ইজরায়েলের আশেপাশের নগরের লোকেরা আতিথেয়তা দেখানোকে নিজেদের কর্তব্য বলে মনে করত। কেউ যদি নিজের বাড়িতে অতিথিদের নিমন্ত্রণ করত, তা হলে তার কাছ থেকে আশা করা হত, সে যেন তাদের জন্য প্রয়োজনের চেয়ে ভালো ব্যবস্থা করে। আর যদি কোনো বিশেষ উপলক্ষ্যে অতিথিদের খুব ভালোভাবে যত্ন নিতে হয়, তা হলে সেটার চেয়েও আরও বেশি ব্যবস্থা করতে হত। যেমন, বিবাহভোজের অনুষ্ঠানে।”