পাদটীকা
c সুসমাচারের বইগুলোতে যিশুর ৩০টারও বেশি অলৌকিক কাজের বিষয়ে উল্লেখ করা হয়েছে। আর কোনো কোনো ক্ষেত্রে প্রতিটা অলৌকিক কাজের বিষয়ে আলাদাভাবে উল্লেখ করাও হয়নি। যেমন, একবার “নগরের সমস্ত লোক” যিশুর কাছে এসেছিল এবং তিনি ‘বিভিন্ন ধরনের অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেছিলেন।’—মার্ক ১:৩২-৩৪.