পাদটীকা
a এই জগতে যেকোনো সময়ে আমাদের সামনে সমস্যা আসতে পারে। কিন্তু, আমরা আস্থা রাখতে পারি, এইরকম সময়েও যিহোবা তাঁর বিশ্বস্ত লোকদের সাহায্য করবেন। অতীতে কীভাবে যিহোবা তাঁর বিশ্বস্ত লোকদের সাহায্য করেছিলেন? আর বর্তমানে কীভাবে তিনি তাঁর লোকদের সাহায্য করছেন? এই প্রবন্ধে আমরা অতীতের লোকদের এবং আমাদের দিনের কিছু ভাই-বোনের উদাহরণের উপর মনোযোগ দেব। এর মাধ্যমে আমাদের এই নিশ্চয়তা বেড়ে যাবে যে, আমরা যদি যিহোবার উপর আস্থা রাখি, তা হলে তিনি আমাদেরও সাহায্য করবেন।