পাদটীকা
a সভাগুলোতে উত্তর দেওয়ার মাধ্যমে আমরা একে অন্যকে উৎসাহিত করি। তবে, কিছু ভাই-বোন উত্তর দিতে ভয় পায়। আবার কিছু ভাই-বোনের উত্তর দিতে ভালো লাগে, কিন্তু তারা মনে করে, ‘যদি আরও উত্তর দেওয়ার সুযোগ পেতাম, তা হলে কতই-না ভালো হত!’ এই দুটো ক্ষেত্রেই কীভাবে আমরা “একে অন্যের প্রতি মনোযোগ” দিতে পারি অর্থাৎ তাদের বিষয়ে চিন্তা করতে পারি, যাতে সবাই উৎসাহিত হয়? আর আমরা কীভাবে এমন উত্তর দিতে পারি, যাতে সবাই প্রেম দেখাতে এবং ভালো কাজ করতে উৎসাহিত হয়? এই প্রবন্ধে এই বিষয়গুলো আলোচনা করা হবে।