পাদটীকা
a বাইবেলে ব্যাবিলন থেকে ইজরায়েল পর্যন্ত যাওয়ার একটা রাজপথের বিষয়ে উল্লেখ করা হয়েছে, যেটাকে যিহোবা “পবিত্রতার পথ” বলেছেন। যিহোবা কি আজও তাঁর লোকদের জন্য কোনো রাজপথ প্রস্তুত করেছেন? হ্যাঁ, করেছেন। ১৯১৯ সাল থেকে লক্ষ লক্ষ লোক মহতী বাবিল ছেড়ে এই ‘পবিত্রতার পথে’ চলতে শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সবাইকে এই পথে ক্রমাগত চলতে হবে।