পাদটীকা
a বাইবেলে “ভয়” শব্দকে অনেক বার ব্যবহার করা হয়েছে। অনেক জায়গায় এর মানে হল, কাউকে দেখে আতঙ্কিত হওয়া, আবার অনেক জায়গায় কারো প্রতি সশ্রদ্ধ ভয় থাকা কিংবা কাউকে সমাদর করা। এই প্রবন্ধে আমরা জানতে পারব, কীভাবে আমরা ঈশ্বরকে ভয় করতে পারি, যাতে তাঁর সেবা করার সময়ে আমরা সাহসের সঙ্গে কাজ করতে পারি এবং তাঁর প্রতি অনুগত থাকতে পারি।