পাদটীকা
a আদম ও হবার সময় থেকে শয়তান মানুষের মনে এই বিষয়টা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে আসছে যে, তাদের নিজেদের স্থির করা উচিত, তাদের জন্য কোনটা সঠিক এবং কোনটা ভুল। আজও শয়তান এটাই চায় যেন আমরা যিহোবার আইনগুলো এবং সংগঠনের কাছ থেকে পাওয়া নির্দেশনাগুলো মেনে চলার পরিবর্তে নিজেদের ইচ্ছেমতো জীবনযাপন করি। এই প্রবন্ধে আমরা জানতে পারব, এমনটা করা থেকে কীভাবে আমরা নিজেদের রক্ষা করতে পারি আর সুস্থির থেকে যিহোবার আজ্ঞা পালন করার ব্যাপারে আমাদের সংকল্পকে কীভাবে আরও দৃঢ় করতে পারি।