a বাইবেল থেকে এও জানা যায়, যিহোবা “নিজ নামের জন্য” পদক্ষেপ নেন। যেমন, তিনি তাঁর লোকদের পথ দেখান, তাদের সাহায্য করেন, তাদের রক্ষা করেন, তাদের পাপ ক্ষমা করেন এবং তাদের সুরক্ষা জোগান। এই সমস্ত কিছু যিহোবা তাঁর নামের জন্য করেন।—গীত. ২৩:৩; ৩১:৩; ৭৯:৯; ১০৬:৮; ১৪৩:১১.