পাদটীকা
a আমরা সবাই অসিদ্ধ। তাই, অনেকসময় অন্যদের বাধ্য হওয়া আমাদের জন্য কঠিন হয়। কখনো কখনো যারা আমাদের কোনো আজ্ঞা দেয়, তাদের সেটা দেওয়ার অধিকার থাকে। তারপরও, তাদের বাধ্য হওয়া আমাদের কঠিন বলে মনে হতে পারে। এই প্রবন্ধে বোঝানো হবে, আমরা যখন বাবা-মায়ের, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের” এবং মণ্ডলীতে যারা নেতৃত্ব নেন, তাদের বাধ্য হই, তখন আমরা কোন কোন উপকার লাভ করি।