পাদটীকা
c ছবি সম্বন্ধে বর্ণনা: যোষেফ ও মরিয়ম সম্রাটের আজ্ঞার বাধ্য হয়েছিলেন এবং বেথলেহেমে তাদের নাম লেখাতে গিয়েছিলেন। আজ খ্রিস্টানেরা সরকারি কর্তৃপক্ষের আজ্ঞার বাধ্য হয় এবং ট্র্যাফিক নিয়ম মেনে চলে, ট্যাক্স দেয় এবং স্বাস্থ্যের বিষয়ে সরকারের দেওয়া নিয়ম মেনে চলে।