পাদটীকা
a বাইবেলে এমন দুটো ঘটনার বিষয়ে বলা হয়েছে, ইজরায়েলীয়েরা প্রান্তরে যিহোবার উদ্দেশে বলি উৎসর্গ করেছিল। প্রথম বার হারণ এবং তার ছেলেদের যখন যাজক হিসেবে সেবা করার জন্য নিযুক্ত করা হয়েছিল। দ্বিতীয় বার নিস্তারপর্বের সময়। এই সমস্ত কিছু ইজরায়েলীয়েরা মিশর ছেড়ে বেরিয়ে আসার প্রায় এক বছর পর অর্থাৎ ১৫১২ খ্রিস্টপূর্বে ঘটেছিল।—লেবীয়. ৮:১৪–৯:২৪; গণনা. ৯:১-৫.