পাদটীকা
b “বাহিনীগণের সদাপ্রভু,” এই কথাটা হগয় বইতে ১৪ বার এসেছে। যিহুদিরা যখন এটা শুনেছিল, তখন তাদের হয়তো মনে পড়ে গিয়েছিল যে, যিহোবার অসাধারণ শক্তি রয়েছে এবং তাঁর কাছে স্বর্গদূতদের নিয়ে গঠিত এক বিশাল সৈন্যদল রয়েছে। এই কথাটা বর্তমানেও আমাদের সেই বিষয়টা মনে করিয়ে দেয়।—গীত. ১০৩:২০, ২১.