পাদটীকা
e ছবি সম্বন্ধে বর্ণনা: একজন ভাই সম্মেলনে যাওয়ার জন্য কাজের যায়গায় তার বসের কাছে ছুটি চান। কিন্তু, তিনি না বলেন। এরপর, ভাই যিহোবার কাছে প্রার্থনা করে সাহায্য চান এবং বসের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুতি নেন। তিনি বসকে সম্মেলনের আমন্ত্রণপত্র দেখান এবং তাকে বলেন যে, বাইবেলে লেখা বিষয়গুলো মেনে চললে আমরা ভালো ব্যক্তি হতে পারি। বসের এই কথাটা ভালো লাগে এবং তিনি ভাইকে ছুটির অনুমতি দেন।