পাদটীকা
b এই অভিব্যক্তির অর্থ: একজন ভালো বা পরিপক্ব খ্রিস্টান হওয়ার মানে জগতের দৃষ্টিতে বুদ্ধিমান হওয়া নয়। এর পরিবর্তে, পরিপক্ব খ্রিস্টানেরা সবসময় যিহোবার মতো চিন্তা করার এবং তাঁর মান অনুযায়ী চলার জন্য প্রাণপণ চেষ্টা করে থাকে। তারা যিশুর মতো হওয়ার চেষ্টা করে, যিহোবার সঙ্গে তাদের সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করে এবং অন্যদের মন থেকে ভালোবাসে।