পাদটীকা
a দ্বিতীয় বিবরণ ২৩:৩-৬ পদে যিহোবা যে-আইন দিয়েছিলেন, সেই অনুসারে অম্মোনীয় ও মোয়াবীয়েরা ইজরায়েলের মণ্ডলীর অংশ অর্থাৎ আইনতভাবে ইজরায়েল জাতির অংশ হতে পারত না। কিন্তু, এই আইনে ঈশ্বরের লোকদের সঙ্গে মেলামেশা করার এবং তাদের সঙ্গে থাকার বিষয়ে এই বিদেশিদের কোনো বিধি-নিষেধ ছিল না।—শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি, খণ্ড ১, পৃষ্ঠা ৯৫ দেখুন।